
গত কয়েক দশকে বাংলাদেশের সংস্কৃতিতে অনেক পরিবর্তন এসেছে। এত পরিবর্তনের মধ্যেও কয়েকটি জিনিস কিন্তু একদমই রয়ে গেছে সেই আগের মত। বিয়ের শাড়ি তার মধ্যে অন্যতম। যুগ পরিবর্তনের হাওয়া অনেক জায়গায় লাগলেও এখনও বিয়ের জন্য বাঙ্গালি মেয়েদের প্রথম পছন্দ শাড়ি। বাহারি রঙ, জমকালো কারুকাজ আর অপার সৌন্দর্যের পসরা সাজিয়ে বসা এই বিয়েরশাড়িগুলো যে কারো ভালো লাগবে তা’ই স্বাভাবিক। তাই আজকে পাঁচ ধরনের বিয়ের শাড়ি নিয়ে বিয়ে বাজার ব্লগের আয়োজন।
১। বেনারসী

[su_button url=”https://biyebazaar.com/dress/saree” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Saree[/su_button]
বিয়ের শাড়ির তালিকা করা হবে, আর তাতে বেনারসীর জায়গা হবে না, এ রীতিমত অসম্ভব ব্যাপার। নিঃসন্দেহে বেনারসী বিয়ের শাড়ি হিসেবে সবথেকে বিখ্যাত। ভারতের বেনারসে এই শাড়ির উৎপত্তি, আর বেনারসীর খ্যাতি বিশ্বজোড়া। শুধু বাংলাদেশেই নয়, ভারতেও বেনারসী শাড়ি বিয়ের অনুষ্ঠানের সবথেকে আরাধ্য। জনশ্রুতি আছে, অতীতে সিল্কের সাথে সোনা দিয়ে প্রস্তত করা হতো বেনারসী শাড়ি। এখন সোনার সুতার ব্যবহার না হলেও বেনারসী তার আবেদন হারায় নি একদমই।
২। কাঞ্জিভরম

উজ্জ্বল রঙ এবং উন্নতমানের সিল্কের জন্য কাঞ্জিভরম শাড়ি বিয়েতে পড়ার জন্য খুবই আদর্শ। কাঞ্জিভরম শাড়ির সিল্ক বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, তাই তা অন্যান্য শাড়ির থেকে বেশি উজ্জ্বল হয়ে থাকে। কাঞ্জিভরম শাড়ির জড়িতে লাল সুতো থাকা আবশ্যক। এছাড়া এই ধরনের শাড়ির পাড়েও জরির কারুকাজ থাকে। অন্যান্য শাড়ির তুলনায় কাঞ্জিভরম কিছুটা ভারী, কিন্তু ভারী পোশাক বিয়েতে না পড়লে পড়বেন কখন?
৩। জামদানি

[su_button url=”https://biyebazaar.com/dress/saree” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Saree[/su_button]
বিয়ের পোশাক হিসেবে জামদানির আবেদনটা একটু অন্যরকম, কারণ জামদানি আমাদের দেশী শাড়ি। জামদানি শাড়ি তৈরীতে খুবই মিহি সুতো ব্যবহার করা হয়। মসলিন কাপড় উপমহাদেশের হারিয়ে যাওয়া এক অধ্যায়, কিন্তু জানা যায় মসলিন তাঁতিরাই জামদানি শাড়ি বোনার কাজ শুরু করেছিলেন। মসলিনের মত অত না হলেও জামদানিও বেশ হালকা এবং আরামদায়ক। আজকাল বিয়ের অনুষ্ঠানে কনেরা সৌন্দর্যের পাশাপাশি এই সুবিধাকেও ভালোই গুরুত্ব দিচ্ছেন। ডেমরার শীতলক্ষ্যা নদীর তীরে বসে জামদানির হাট। তবে হাট শুধু এখানে বসলেও তাঁতিদের অবস্থান তারাবো, রূপগঞ্জ পেরিয়ে একদম নরসিংদী পর্যন্ত বিস্তৃত। দামেও বেশ সস্তা হওয়ায় প্রতি সপ্তাহেই এখানে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।
৪। জর্জেট

[su_button url=”https://biyebazaar.com/dress/saree” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Saree[/su_button]
অন্য শাড়িগুলোর তুলনায় জর্জেট কিছুটা কম জমকালোই বলা চলে। কিন্তু বর্তমানে অনেক বিয়ের কনেই অত গর্জিয়াস শাড়ির বদলে কিছুটা সাদামাটা দেখতেই শাড়িই পছন্দ করছেন। তাছাড়া, জর্জেট কাপড় বেশ আরামদায়কও হয়ে থাকে। তাই প্রায় সব কনেই বিয়ের মূল অনুষ্ঠানে না হলেও এনগেজমেন্ট অথবা বৌ-ভাতে পড়ার জন্য জর্জেট শাড়ি বেছে নিয়ে থাকেন। দামও মোটামুটি হাতের নাগালে থাকার কারণে বিয়ের জর্জেট শাড়ির ব্যবহার বাড়তির দিকেই।
৫। কাতান

কাতান শাড়ির সবথেকে বড় সুবিধা হচ্ছে, বিয়ের যে কোন ধরনের অনুষ্ঠানের পড়ার মত শাড়ি আপনি খুঁজে পাবেন। কাতানের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। অপেরা কাতান, সাউথ কাতান, ইন্ডিয়ান কাতান, সিল্ক কাতান, নেট কাতান, বেনারসী কাতান, স্বর্ণ কাতান ইত্যাদি ছাড়াও অন্তত আরো ২০ রকমের কাতান শাড়ি বাজার ঘুড়লেই পাওয়া যাবে। সবগুলোরই আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং নিজস্ব ডিজাইন রয়েছে। সস্তা থেকে দামি, সবরকম কাতানই পাবেন নিজের বাজেট অনুযায়ী। বিয়ের অনুষ্ঠান ছাড়াও অন্য সব ধরনের উৎসব কিংবা পার্বণে পড়ার জন্য কাতান শাড়ি খুবই আদর্শ। তবে সস্তা কাতান শাড়ি বেশ নিম্নমানের হতে পারে। এ জন্য কেনার সময় ভালোমত দেখে নেয়া উচিত।
এই পাঁচ ধরনের শাড়ি ছাড়াও শিফন, সিল্ক, রেশমী ইত্যাদি বিভিন্ন ধরনের শাড়িও বিয়ের অনুষ্ঠানে পড়তে দেখা যায়। শাড়ির পাশাপাশি লেহেঙ্গা এবং গাউনের চলও দিন দিন বাড়ছে, কিন্তু আরো অনেক দিন শাড়িই যে বিয়ের কনেদের প্রথম পছন্দ থাকবে তা নিশ্চিতভাবেই বলা যায়। তা, আপনার কোন ধরনের শাড়ি সবথেকে পছন্দ? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।
[su_button url=”https://biyebazaar.com/dress/saree” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Saree[/su_button]