বিয়ের কনের সাজের জন্য বিউটি পার্লার যেন এক অপরিহার্য অনুসঙ্গ। বিয়ের মৌসুম আসলেই বিভিন্ন বিউটি পার্লার কনের সাজের আলাদা আলাদা ব্রাইডাল প্যাকেজ দিয়ে থাকেন। সর্বনিম্ন ৮ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এ সমস্ত প্যাকেজের দাম। কিন্তু সব বিউটি পার্লার যে দামের অনুপাতে মান ঠিক রাখতে পারে, এমনও হয় না। তাই এখানে বিয়ের সাজের জন্য সবথেকে প্রসিদ্ধ ৫টি বিউটি পার্লার এবং তাদের বিভিন্ন ব্রাইডাল প্যাকেজ নিয়ে আলোচনা করছি।

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]
পারসোনা
সব বিয়ের মৌসুমের পারসোনা বিভিন্ন ব্রাইডাল প্যাকেজ দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। সবথেকে বিখ্যাত প্যাকেজ হচ্ছে ২২,৩০০ টাকার এক্সক্লুসিভ ব্রাইডাল ফু প্যাকেজ। বিয়ে, মেহেদি এবং গায়ে হলুদ, সব ধরনের সাজই এই প্যাকেজের অন্তর্ভুক্ত। তিটি প্যাকেজের সঙ্গে ১টি পার্টি মেকআপ ফ্রি। প্যাকেজ ছাড়াও পারসোনায় নরমাল ব্রাইডাল সাজ পাওয়া যাবে ১০ হাজার টাকা, স্পেশাল ১২ হাজার টাকা এবং এক্সক্লুসিভ ১৫ হাজার টাকায়। প্রতিটি সাজের সঙ্গে ১টি পার্টি মেকআপ ফ্রি।

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]

ঠিকানাঃ ধানমণ্ডি-সুবাস্তু জেনিম প্লাজা, বাড়ি নং-৩৭ (নতুন), রোড-১৬ (নতুন), ধানমণ্ডি, ঢাকা। ফোন : ০১৭১৩১৪৮২০৬। মিরপুর-প্লট-১, এভিনিউ-৪, ব্লক-সি, সেকশন-৬, মিরপুর-১১, ঢাকা। এ ছাড়াও গুলশান, বনানী, বনশ্রী, শান্তিনগরে পারসোনার শাখা রয়েছে। ফোন: ০১৭১৩১৪৮২২৪, ৯০১৬০৩৩
ফারজানা শাকিল’স মেকওভার
ফারজানা শাকিল’স মেকওভার ঢাকার আরেকটি স্বনামধন্য বিউটি পার্লার। কনের সাজের জন্যও এই পার্লার বেশ খ্যাতিসম্পন্ন। এর প্রধান দুটি ব্রাইডাল প্যাকেজের দাম ১৪ হাজার এবং ১১ হাজার টাকা। যে কোন একটি সেবা গ্রহণ করলেই সাথে ১,৯০০ টাকার পার্টি মেক-আপ ফ্রি পাবেন।

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]
ঠিকানাঃ ধানমণ্ডি-জেমকন বিল্ডিং, বাড়ি ৪৪, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা-১২০৯। ফোন : ০২-৯১১৬০৫৭, ০১৭১৩-৪৫১৭৭৬। উত্তরা: বাড়ি ৮, রবীন্দ্র সরণি, সেক্টর ০৭। ফোন : ০২-৪-৮৯৫৩৪৩৬, ০১৭৭৬-১৯৪২১৫। গুলশান: স্যাম টাওয়ার, বাড়ি ৪, সড়ক ২২, গুলশান-১। ফোন:০২-৫-৮৮১২২১৫, ০২-৫-৮৮১২১৭২, ০১৯২৬-১৫৩০১০
মিউনি’স ব্রাইডাল

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]

মিউনি’স ব্রাইডালের কনের সাজের প্যাকেজে রয়েছে তিনটি ক্যাটাগরি। কনে যদি পার্লারটির মালিক স্বনামধন্য বিউটি আর্টিস্ট শারমিন মিউনির থেকেই সাজতে চান, তাহলে খরচ পড়বে ১৮ হাজার টাকা। সিনিয়র কোন আর্টিস্টের থেকে সাজতে চাইলে ১০ হাজার, এবং জুনিয়র কাউকে দিয়েই কাজ চালিয়ে নিতে চাইলে ৮ হাজার খরচ হবে। এই প্যাকেজে থাকছে বিয়ের সাজের যাবতীয় সব কিছুই। মিউনি’স এর শাখা রয়েছে ধানমণ্ডি এবং উত্তরায়। যোগাযোগঃ ০১৭৪৬১৭৭২৩৩।
ওমেন’স ওয়ার্ল্ড
ওমেন’স ওয়ার্ল্ড মূলত তিন ধরনের প্রি-ব্রাইডাল প্যাকেজ দিয়ে থাকে। প্যাকেজ-১ এ রয়েছে ব্রাইটিং ফেসিয়াল, ভিটামিন ট্রিটমেন্ট, ওয়াক্স, স্পা, পেডিকিউর ও মেনিকিউর। খরচ পড়বে ৮ হাজার ৩০০ এবং ৬ হাজার ৩০০ টাকা। প্যাকেজ-২ এ রয়েছে ব্রাইটিং ফেসিয়াল, অ্যারোমা প্রোটিন ট্রিটমেন্ট, ফেয়ার পলিশ, পেডিকিউর ও মেনিকিউর। খরচ পড়বে ৭ হাজার ৯০০ এবং ৬ হাজার ৯০০ টাকা। প্যাকেজ-৩ এ রয়েছে গোল্ড ফেসিয়াল, হেয়ার স্পা ট্রিটমেন্ট, পেডিকিউর ও মেনিকিউর। খরচ পড়বে ৩ হাজার ৩০০ এবং ২ হাজার ৭২৬ টাকা।

ঠিকানাঃ গুলশান-৪১ সামসুদ্দীন ম্যানশন, গুলশান-২, ঢাকা। ফোন : ০১৭৩৩২২৬১৫১, ধানমণ্ডি-র র্যাংকস প্যানারোমা, ধানমণ্ডি-২৭। ফোন : ০১৭৩৩২২৬১৫৫। এছাড়া উত্তরা, মিরপুর, কাকরাইলেও ওমেন্স ওয়ার্ল্ডের শাখা রয়েছে। যোগাযোগ : ০১৭৩৩২২৬১৪৬।
অরা বিউটি লাউঞ্জ
বিয়ের মৌসুম আসলেই অরা বিউটি লাউঞ্জ বিভিন্ন এক্সক্লুসিভ ব্রাইডাল প্যাকেজ দিয়ে থাকে। এবার তারা দিচ্ছে চারটি আলাদা প্যাকেজ। ফেসিয়াল, ফেয়ার গ্লো, মেনিকিউর, পেডিকিউরসহ অনুষ্ঠান বুঝে মেকআপ থাকছে এ প্যাকেজগুলোতে। এ ছাড়া গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিয়ের এনগেজমেন্ট, আক্দ, হলুদসহ বিভিন্ন প্যাকেজ। ব্রাইডাল প্যাকেজগুলো দাম পড়বে সাড়ে সাত হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।

ঠিকানাঃ গোল্ড প্যালেস (২য় তলা), ৩, নিউ বেইলী রোড, ঢাকা। ফোন : ৯৩৩৩২৬৬, ০১৭৯৯-২৫৫৫৫৫।
বিউটি পার্লারের সাথে সরাসরি যোগাযোগ, এবং ডিসকাউন্টে কনের সাজের প্যাকেজ বুকিং দিতে ক্লিক করুন বিয়ে বাজার ওয়েডিং প্লাটফ্রম এ ।
[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]