যে ভুলগুলো বিয়ের সাজ পণ্ড করে দেয়

বিয়ের কনের সাজ হওয়া চাই একদম আলাদা, এবং সবথেকে সুন্দর। বেশিরভাগ সময়েই কনের সাজের জন্য মেয়েরা বিউটি পার্লারের শরণাপন্ন হয়। কিন্তু বাংলাদেশের বিয়েতে যেহেতু অনেক সময় ৭-৮টা আলাদা অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানের জন্য আলাদা করে পার্লারে গিয়ে সাজা অনেক সময়েই সম্ভব হয় না। তাই কিছু কিছু ক্ষেত্রে নিজেই সেজে নিতে হয়। পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার কারণে নিজে সাজতে গেলে কিছু ছোট, কিন্তু মারাত্মক ভুল একদম পুরো সাজটাই পণ্ড করে দেয়। এমন কিছু ভুল নিয়েই বিয়ে বাজার ব্লগের আজকের পোস্ট।


১। অতিরিক্ত মেক-আপ


অতিরিক্ত মেক-আপ

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]


এই ভুলটা অনেকেই করে থাকেন। বিয়ের সাজ তো গর্জিয়াস হতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে আপনার মেক আপ বক্সের ভেতরে যাবতীয় যত উপাদান আছে তার সবই আপনার মুখে মাখতে হবে। অতিরিক্তি মেক-আপের কারণে অনেক সময় চেহারা ফ্যাকাসে দেখায় এবং কৃত্রিমতা অনেক বেড়ে যায়। এতে করে আপনাকে সুন্দরও দেখাবে না। প্রত্যেকটি মেয়েকেই তার ন্যাচারাল লুকে সবথেকে সুন্দর দেখায়, তাই মেক-আপ করার সময়ও যথাসম্ভব চেষ্টা করা উচিত সেই ন্যাচারাল লুকই ফুটিয়ে তোলার।

২। প্রস্ততি ছাড়া মেক-আপ নেয়া


বিয়ের অনুষ্ঠানের মেক-আপের ক্ষেত্রে দুই ধরনের প্রস্ততি নেয়া উচিত। প্রথমত, বিয়ের দু-তিন সপ্তাহ আগে থেকেই আপনার মুখমণ্ডলের আলাদা যত্ন নেয়া শুরু করে কনের সাজের উপযোগী করে তুলতে হবে। দ্বিতীয়ত, ফাইনাল মেক-আপের আগে একবার ট্রায়াল দিয়ে দেখা উচিত যে কতটা সুন্দর দেখায়। এই প্রস্ততি না নিলে যতটা সন্তোষজনক বিয়ের সাজ চাচ্ছেন, তা না হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়।

৩। ভুল জায়গায় ব্লাশের ব্যবহার


সাবধানে ব্লাশের ব্যবহার করুন

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]


গালে সামান্য লাল অথবা গোলাপী আভা আনার জন্য ব্লাশের ব্যবহার খুবই প্রচলিত। বিয়ের সাজও তার ব্যতিক্রম নয়। পরিমিতভাবে গালের ওপরের দিকের অংশে ব্লাশের ব্যবহার করলে অন্যান্য মেক-আপের অনুষঙ্গের সাথে মিলে তা যথেষ্ট সুন্দর দেখায়। কিন্তু অনেক সময়েই ব্লাশের ব্যবহার চিবুকের কাছে, গালের মাঝখানে হওয়ায় তা পুরো সাজটাকেই বিগড়ে দেয়। তাই আপনার মুখমণ্ডলের কোথায় ব্লাশের ব্যবহার করা উচিত তা বুঝে নিন।

৪। ভুল আইল্যাশ


চোখের পাপড়ির আকার, চোখের গড়ন ওপর নির্ভর করে ব্যবহার করুন

হালের ট্রেন্ড হচ্ছে আইল্যাশ ব্যবহার করে চোখের সাজে ভিন্নতা আনা। বাজারে বিভিন্ন সাইজের এবং ডিজাইনের আইল্যাশ পাওয়া যায়। কিন্তু ঠিক সাইজের এবং ডিজাইনের আইল্যাশ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আপনার চোখের পাপড়ির আকার, চোখের গড়ন ইত্যাদি আরো অনেককিছুর ওপর নির্ভর করে যে কোন ধরনের আইল্যাশ আপনার জন্য উপযোগী। তা না বুঝে আইল্যাশ ব্যবহার করলে সুন্দর লাগার বদলে পুরো সাজই মাঠে মারা যাবে।

৫। ভারি ফাউন্ডেশন ব্যবহার


ভারি ফাউন্ডেশন ব্যবহার না করা

আপনার গায়ের রঙ যেমনই হোক না কেন, বিয়ের সাজে বেশি ভারি ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। প্রথমত, আপনার ত্বকের ন্যাচারাল সতেজতা ভারি ফাউন্ডেশনের জন্য একদমই ঢাকা পড়ে যাবে। দ্বিতীয়ত, চেহারা ঘামলে ভারি ফাউন্ডেশনের জন্য পুরো সাজই নষ্ট হয়ে যাবে। বিয়েতে কনেরা কান্না-কাটিও করে থাকেন, তাই না ঘামলেই এই সমস্যা সৃষ্টি হতে পারে। তাছাড়া, ভারি ফাউন্ডেশন কিন্তু ত্বকের জন্যও বেশ ক্ষতিকর। তাই ভারি ফাউন্ডেশনের ব্যবহার এড়িয়ে চলাই ভালো।

[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Wedding Makeover Services[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories