Buy Bridal jewellery

Buy Bridal jewellery

বিয়ের গয়না কিনতে গেলে মনে রাখুন এই ৪টি বিষয়

বিয়ের গহনা কিনতে গেলে অনেক রকমের ঝক্কি পোহাতে হয়। প্রথমেই গহনা বাছাই করা, কোন অনুষ্ঠানে কোন গহনা পড়বেন তা ঠিক করা, গহনায় ব্যবহৃত সোনা বা রূপা আসল কিনা তা যাচাই করা ইত্যাদি-সহ আরো অনেক ধরনের জিনিস খেয়াল রাখতে হয়। এত কিছু খেয়াল রাখতে গিয়ে অনেক সময়েই দেখা যায় কিছু ছোট, কিন্তু মহা-গুরুত্বপূর্ণ ব্যাপার ভুলে যাচ্ছেন। তাই বিয়ের গহনা কিনতে যাওয়ার সময়ে যেই ৪টি জিনিস একদমই ভুলে গেলে চলবে না তা নিয়ে বিয়ে বাজার ব্লগের আজকের পোস্ট।


১। বাজেট


বিয়ের গহনার বাজেট

বাজেট এবং সামর্থ্যের কথা মাথায় না রেখে বিয়ের গহনা কেনাকাটা কখনোই উচিত নয়। অনেকেই মনে করে থাকেন যে বিয়ের গহনা হচ্ছে তাদের আভিজাত্যের প্রতীক, এবং দামি গহনা না কিনলে বিয়েটা ঠিকমত হবে না। যদি আপনার সামর্থ্য থেকে থাকে, তাহলে চাইলে অবশ্যই দামি গহনা কিনুন। কিন্তু সামর্থ্য সেভাবে না থাকার পরও শুধুমাত্র লোক দেখানোর জন্য দামি গহনা কিনলে বিয়ের পরবর্তী সময়ে বর-কনেকে সংসার শুরু করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া উচিত। শুধুমাত্র বিলাসিতা করার সামর্থ্য থাকলেই করুন, অন্যথায় অযথা খরচ বাড়ালে সমস্যা বাড়বে।


[su_button url=”https://biyebazaar.com/jewellery” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Jewellery[/su_button]


২। আগে পোশাক



পোশাকের সাথে ম্যাচ করে গহনা কিনুন

[su_button url=”https://biyebazaar.com/jewellery” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Jewellery[/su_button]


বিয়ের কেনাকাটা কিন্তু রীতিমত বিশাল। গহনা তো বটেই, এর সাথে সাথে বিয়ের পোশাক, আনুষাঙ্গিক জিনিসপত্র সবকিছু মিলিয়ে বিশাল এক শপিং-এর মহোৎসব শুরু হয়। অনেকেই এ-সময় কোনকিছু আগে থেকে প্লান না করে এলোপাথাড়িভাবে এটা ওটা কেনা শুরু করেন। এভাবে বিয়ের শপিং করা উচিত নয়। প্লান-মাফিক শপিং করলে সবকিছুই ঠিকমত ম্যাচিং করে কিনতে পারবেন। বিয়ের গহনা যতই দামি হোক না কেন, আপনার সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলবে বিয়ের পোশাকই। তাই পোশাকের সাথে ম্যাচ করে গহনা কেনা ভালো। আগে পোশাক কিনুন, এরপরই গহনার খোঁজ করুন।


৩। মুখমণ্ডলের গড়ন


মুখমণ্ডলের গড়ন অনুযায়ী গহনা কিনুন

আপনার মুখমণ্ডলের গড়ন অনুযায়ী গহনা কিনতে ভুলবেন না। গহনার ব্যাপারটাও অনেকটা পোশাকের মতই এক্ষেত্রে। সব সাইজের, সব ডিজাইনের পোশাকে যেমন আপনাকে ভালো দেখাবে না, তেমনি সব গহনাও আপনার সৌন্দর্য বাড়িয়ে তুলবে না। তাই আপনার মুখমণ্ডলের গড়ন যে রকম, তার ওপর ভিত্তি করেই নেকলেস, কানের দুল, টিকলি ইত্যাদি বাছাই করুন।


৪। তাড়াহুড়ো এড়ানো


বিয়ের শপিং -এর ক্ষেত্রে কোনকিছু কেনার সময়েই তাড়াহুড়ো করা উচিত নয়, আর তা যদি গহনা হয় তাহলে তো কথাই নেই। গহনা এমনিতেই দামি জিনিস। যদি তাড়াহুড়ো করে প্রথমেই যে গহনা পছন্দ হবে তা’ই কিনে ফেলেন, তাহলে ঠকার সম্ভাবনা রয়েছে। গহনার বাজার ভালো করে ঘুরে দেখে কোন গহনার দাম কোন দোকানে কেমন, মান যাচাই এবং সর্বোপরি ভালোমত দেখেশুনে তারপরই সিদ্ধান্ত নেয়া উচিত। আর যদি সম্ভব হয়, তাহলে গহনা কেনার ভালো অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে সাথে নিয়ে গহনা কিনতে যাওয়া উচিত।


[su_button url=”https://biyebazaar.com/jewellery” target=”blank” style=”3d” background=”#ea605f” size=”7″ icon=”icon: arrow-circle-o-right”]Shop Now Wedding Jewellery[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories