গ্রীষ্মকালের কনের ত্বকের যত্ন

গ্রীষ্মকালের কনের ত্বকের যত্ন

গ্রীষ্মকালের কনের ত্বকের যত্ন

বাংলাদেশে শীতকালকেই বিয়ের মৌসুম হিসেবে গণ্য করা হয়। শীতকালে যেহেতু গরম একদমই পড়ে না, তাই বেশ আরামেই বিয়ের মত বড় আয়োজন সেরে নেয়া সম্ভব হয়। কিন্তু সমস্যা হচ্ছে, বিয়ের হিড়িক পড়ে যাওয়ায় শীতকালে বিয়ের পেছনে খরচও হয় অনেক বেশি। তাই অনেকেই খরচ কমানোর জন্য গ্রীষ্মকালে বিয়ের আয়োজন করে থাকেন। আবার দুই পরিবারের সময় না মেলার কারণেই গ্রীষ্মকালকেই বেছে নেন অনেকে। কিন্তু গ্রীষ্মকালে বিয়ের অন্যতম বড় যে সমস্যা, তা হচ্ছে গরমের কারণে বিয়ের মেক আপ, সাজসজ্জা ইত্যাদি নষ্ট হয়ে যাওয়া। তাই এই ঋতুতে বিয়ের কনের সাজের সমাধান কি? আমরা খুঁজে বের করেছি বেশ কিছু অতি-সাধারণ, কিন্তু অতি কার্যকরী কিছু উপায়।

[su_button url=”https://biyebazaar.com” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]বিয়ে বাজার : বর এবং নববধূ জন্য | অনলাইন দোকান[/su_button]


১। নিয়মিত চেহারা পরিষ্কার রাখা


নিয়মিত চেহারা পরিষ্কার রাখা

গ্রীষ্মকালে গরমের কারণে ত্বকে প্রচুর তেলতেলে ভাব চলে আসতে পারে। তাছাড়া, যাদের কাজ অথবা পড়াশোনার জন্য অনেক বেশি ঘরের বাইরে থাকতে হয়, তাদের ত্বকে ধূলাবালি, রোদের তাপ অনেক খারাপ প্রভাব ফেলতে পারে। তাই দিনে দুইবার করে ভালো কোন ফেসওয়াস ব্যবহার করে চেহারার যত্ন নিন। এতে করে বিয়ের দিন আপনার ত্বক থাকবে সুস্থ, এবং মেক আপ করলে তা সহজেই উঠে যাবে না। তবে কখনোই দুইবারের বেশি ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে যাবেন না। এতে আরো উল্টো ক্ষতি হবে।

২। ময়েশ্চারাইজার ব্যবহার


ময়েশ্চারাইজার ব্যবহার

অনেকেই মনে করে থাকেন যে শীতকালেই শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। কিন্তু এটা একদমই ভুল। গ্রীষ্মকালেও ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই দরকারী। যেহেতু প্রচুর গরম পড়ে, এবং শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, তাই নিয়মিত পানি পান করার পাশাপাশি ত্বকের শুষ্ক ভাব এড়ানোর জন্য ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। ভালো কোন ব্র্যান্ডের ময়েশ্চারাইজিং লোশন বেছে নিন, এবং নিয়মিত ব্যবহার করুন।

৩। সূর্যের তাপ থেকে বাচুন


সূর্যের তাপ থেকে বাচুন

[su_button url=”https://biyebazaar.com” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]বিয়ে বাজার : বর এবং নববধূ জন্য | অনলাইন দোকান[/su_button]


সূর্যের তাপ থেকে একেবারেই দূরে থাকা অসম্ভব, কিন্তু যথাসম্ভব চেষ্টা করা উচিত নিজের ত্বককে বাঁচিয়ে রাখার। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্নি আপনার ত্বককে দুর্বল করে দেয়। আর সেই দুর্বল ত্বকের ওপর বিয়ের ভারি মেক আপ নিলে ত্বকের ক্ষতি আরো বহুগুণ বেড়ে যায়। তাই প্রখর রোদে বাইরে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হন। দরকার পড়লে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন।

৪। হাত, পা এবং গলার ত্বকের যত্ন নিন


অনেককেই দেখা যায় যে তারা নিজের চেহারা নিয়ে অনেক সচেতন, কিন্তু হাত, পা এবং গলার ব্যাপারে একদমই উদাসীন। আপনার চেহারার মত আপনার শরীরের এই অংশগুলোও কিন্তু রোদের তাপের শিকার হয়। তাই যথাযথ উপায়ে চেষ্টা করা উচিত এই অংশগুলোকেও বাঁচিয়ে রাখার। তাছাড়া, সূর্যের তাপের কারণে গায়ের চামড়া তামাটে রঙ ধারণ করে। আপনি যদি শুধু নিজের চেহারারই যত্ন নেন, তাহলে মুখের সাথে শরীরের বাকি অংশের গায়ের রঙে অনেক পার্থক্য দেখা দেবে, যা কিনা বিয়ের সাজকেই মাটি করে দেবে। তাই সমানভাবে যত্ন নিয়ে ত্বককে সতেজ রাখুন।


[su_button url=”https://biyebazaar.com” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]বিয়ে বাজার : বর এবং নববধূ জন্য | অনলাইন দোকান[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories