বিয়ের আগের সপ্তাহে এই ৬টি কাজ করা থেকে বিরত থাকুন

বিয়ের আগের সপ্তাহে এই ৬টি কাজ করা থেকে বিরত থাকুন

বিয়ের আগের সপ্তাহে এই ৬টি কাজ করা থেকে বিরত থাকুন

বিয়ের সাজ নিয়ে মেয়েদের মধ্যে উৎসাহের শেষ থাকে না। কি পড়বেন, কোথায় সাজবেন, কোন গহনা ভালো দেখাবে ইত্যাদি-সহ আরো অনেক টেনশন জেঁকে ধরে। তবে বিয়ের প্রস্ততির সময় অতি উৎসাহী হয়ে অনেকেই এমন কিছু ভুল করে বসেন যা একদম পুরো প্রস্ততিটাই বিগড়ে দেয়। আজকে এমন ৬টি কাজ নিয়ে লিখছি, যা বিয়ের প্রস্ততির সময় না করাই ভালো, এমনকি বিয়ের আগের সপ্তাহে তো একদমই করা যাবে না। চলুন দেখে নেয়া যাক।


১। শেষ মুহুর্তে চুলের রঙ পাল্টানো


শেষ মুহুর্তে চুলের রঙ পাল্টানো থেকে বিরত থাকুন
শেষ মুহুর্তে চুলের রঙ পাল্টানো থেকে বিরত থাকুন

চুলের রঙ পাল্টানো রীতিমত চুল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সামিল। পরীক্ষা নিরীক্ষা করা দোষের কিছু না, কিন্তু তা বিয়ের আগের সপ্তাহে কোনভাবেই করা উচিত নয়। চুল রঙ করানোর আগে আপনার স্কিন টোন, চুলের কাট, চুলের স্টাইল ইত্যাদির সাথে কোন রঙ ভালো যাবে তা ভালো ভাবে বুঝে নেয়া উচিত। আর আরেকটা সমস্যা হচ্ছে, রঙ করে ফেলার আগে বোঝা সম্ভব না যে নতুন চুলের রঙে আসলে আপনাকে দেখাবে কেমন। কেন শুধু শুধু ঝুঁকি নেবেন? তাও আবার বিয়ের আগের সপ্তাহে?


২। আনকোরা নতুন চুলের কাট দেয়া


নতুন চুলের কাট দেয়া থেকে বিরত থাকুন
নতুন চুলের কাট দেয়া থেকে বিরত থাকুন

বিয়ের সাজের জন্য বিউটি পার্লারে গিয়ে চুল সাজানো, আর একদম আনকোরা নতুন চুলের কাট দেয়া কিন্তু একদমই ভিন্ন জিনিস। অনেকেরই হঠাৎ করে নতুন কোন চুলের কাট পছন্দ হয়ে যায়, এবং তারা বিয়েতে সেই কাট দেয়ার জন্য উতলা হয়ে ওঠেন। এমনটি একদমই করা যাবে না। আপনার যে চুলের কাট আছে, সেটাকেই সুন্দর করে ডিজাইন করুন। নতুন চুলের কাট দিলে তা যে ভালোই হবে এমন কোন নিশ্চয়তা নেই।


[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]Wedding Makeover Services[/su_button]


৩। ঘুমে অনিয়ম করা


ঘুমে অনিয়ম করা থেকে বিরত থাকুন
ঘুমে অনিয়ম করা থেকে বিরত থাকুন

যদি আপনার অনেক দেরিতে ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে অন্তত বিয়ের আগে সেই অভ্যাস ত্যাগ করুন। অনিয়মিত ঘুমের কারণে চোখের নিচে কালি পড়ে, চেহারায় ক্লান্তির ভাব চলে আসে এবং বিয়ের অনুষ্ঠান অবসাদ ভর করে। আপনি অবশ্যই চান না আপনার বিয়ের অনুষ্ঠানের দিন আপনাকে অনেক বেশি ক্লান্ত দেখাতে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম একদমই অপরিহার্য।


৪। মেক-আপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা


মেক আপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা
মেক আপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা

নতুন নতুন মেক-আপ সেট কিনে সেটা চেহারায় মেখে পরীক্ষা-নিরীক্ষা করতেও অনেকের ভালো লাগে। কিন্তু বিয়ের আগের সপ্তাহের এমন কাজের ধারে কাছে যাবেন না। নতুন প্রসাধনী ব্যবহার করলে তা আপনার ত্বকের জন্য হিতে বিপরীত হতে পারে। স্বাভাবিক সময়ে এমন কিছু ঘটলে আপনি আপনার ত্বক আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত সময় পাবেন, কিন্তু বিয়ের আগের সপ্তাহে এমন কিছু হলে সময়ই পাবেন না। তাই নতুন করে কোন মেক-আপ রুটিন না বানানোই ভালো। আপনার ত্বকের সাথে ইতিমধ্যেই যেসব প্রসাধনী যায়, সেগুলোই ব্যবহার করুন।


৫। প্রখর রোদে বেশি সময় কাটানো


প্রখর রোদে বেশি সময় কাটানো
প্রখর রোদে বেশি সময় কাটানো

প্রখর রোদে বেশি সময় কাটালে চেহারা জ্বলে যেতে পারে। এতে করে ত্বকে তামাটে ভাব চলে আসে, যা আপনার চেহারার ন্যাচারাল সৌন্দর্যকে অনেকাংশে কমিয়ে দেয়। তাই চেষ্টা করুন অন্তত বিয়ের আগে প্রখর রৌদ্রে নিতান্তই দরকার পড়লে না বের হতে। একান্তই যদি বের হতেই হয়, তাহলে ছাতা নিয়ে বের হবেন এবং পর্যাপ্ত সানস্ক্রিন ব্যবহার করবেন।


[su_button url=”https://biyebazaar.com/beauty-parlour” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]Wedding Makeover Services[/su_button]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories