বিয়ের গহনার খরচ সবসময়েই অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিয়ের পোশাক, অন্যান্য দরকারী জিনিসপত্র, মেক আপ ইত্যাদি সবকিছুর সম্মিলিত যোগফলের থেকেও গহনার দাম বেশি হয়ে যাচ্ছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
[su_button url=”https://biyebazaar.com/jewellery” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]Rent Bridal Jewellery[/su_button]
প্রথমত, আমাদের দেশে বিয়ের গহনা অনেকেই নিজের আভিজাত্যের প্রতীক হিসেবে মনে করেন। মেয়ের বিয়েতে তাকে গহনা দিয়ে ভরিয়ে দিতে না পারলে সমাজের কাছে ছোট হতে হবে মনে করে অনেক মানুষ আজীবনের সঞ্চয় ব্যয় করে ফেলেন। একরকমভাবে, ছেলের বউকে দামি গহনা না দিলে নিন্দা শোনার ভয়ে বরপক্ষকেও মোটা অংকের টাকা খরচ করতে হয়।

আরেকটি কারণ হচ্ছে, সোনার গহনার একটি সঞ্চয়মূল্য রয়েছে। ভবিষ্যতের কথা ভেবে অনেকেই সোনার গহনা জমিয়ে রাখতে চান। ইত্যাদি বিভিন্ন কারণে দামি গহনা ছাড়া বাংলাদেশী বিয়ে কল্পনা করা রীতিমত অসম্ভব।
[su_button url=”https://biyebazaar.com/jewellery” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]Rent Bridal Jewellery[/su_button]

কিন্তু, চাইলেই বিয়ের গহনার পেছনে অতিরিক্ত খরচ কমানো সম্ভব। এই খরচ করা খুব একটা যুক্তিযুক্তও না। সামাজিক চাপে পড়ে বিয়ের গহনার পেছনে এত খরচ না করে বরং নবদম্পতির নতুন সংসার শুরুর জন্য খরচ করা উচিত। কিন্তু কথা হচ্ছে, এতে করে বিয়ের সাজে ভাটা পড়বে কি না।

না, একদমই পড়বে না। কারণ আপনি চাইলেই বিয়ের সাজের জন্য অসাধারণ ডিজাইনের গহনা পেতে পারেন একদমই নামমাত্র মূল্যে। বিয়ের গহনা ভাড়ায় নেয়ার মাধ্যমে যেমন আপনার খরচ অবিশ্বাস্যভাবে কমে আসবে, তেমনি আপনি পাবেন একদমই লেটেস্ট ডিজাইনের সোনার গহনা।
বিভিন্ন গহনার দোকান এবং কারবারী সোনা, রূপা, প্লেটেড সহ অনেক ধরনের গহনা ভাড়ায় দিয়ে থাকে। এই গহনা বিয়ের অনুষ্ঠানের পর ফেরত দিয়ে দিতে হয়। এতে করে হয়ত আপনি আজীবনের জন্য গহনার মালিক হবেন না, কিন্তু তার আদৌ কোন দরকার আছে কি না সেটাও আপনার ভেবে দেখা উচিত। কেননা, অধিকাংশ সময়েই বিয়ের গহনা আর কখনো পড়াই হয় না।
ভাড়ায় বিয়ের গহনা নিতে গেলে প্রথমেই আপনাকে মোটামুটি অংকের কিছু অর্থ ডিপোজিট করতে হবে। যারা গহনা ভাড়া দেয়, তারা নিরাপত্তার জন্য এই অর্থ নিয়ে থাকে। এই টাকার পুরোটাই আপনি গহনার ফেরত দেয়ার সময় পুনরায় বুঝে পাবেন। টাকার অংক নির্ভর করবে আপনি আসলে কত দামি গহনা ভাড়া করছেন তার ওপর।
গহনার দিন প্রতি ভাড়া কত আসবে তা’ও নির্ভর করে মূল দামের ওপর। আপনি দামি গহনা নিলে ভাড়া বেশিই আসবে। তবে আপনার কাছে ডিপোজিট দেয়ার মত পর্যাপ্ত টাকা না থাকলে কিছুটা কমের মধ্যেই নেয়া ভালো। বিয়ের সময় অনেক দিকে অনেক টাকা খরচ হয়। বড় একটা অংশ গহনার ডিপোজিটে পড়ে থাকলে সমস্যায় পড়তেই পারেন।
ভাড়া নেয়ার সময় সকল শর্তাবলী বুঝে তারপরই নিন। সর্বোচ্চ কয়দিনের জন্য নিতে পারবেন, ব্যবহার করতে হবে কিভাবে, হারিয়ে গেলে করণীয়, নির্দিষ্ট সময়ে ফেরত দিতে না পারলে করনীয়, ভাড়ার সময়ে বাড়াতে চাইলে কি করবেন ইত্যাদি সবকিছু জেনে তবেই ভাড়া নিন।আর সবথেকে কম খরচে, সহজ শর্তে বিয়ের গহনা অনলাইনে ভাড়া করতে চাইলে বিয়ে-বাজার তো আছেই!
[su_button url=”https://biyebazaar.com/jewellery” target=”blank” background=”#ea605f” size=”7″ icon=”icon: shopping-bag”]Rent Bridal Jewellery[/su_button]